ফের রাজ্যে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু। রবিবার নদিয়ার কল্যাণীর গয়েশপুরে আমবাগান থেকে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় বিজেপির অভিযোগ, তাদের কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পেছনে সরাসরি তৃণমূল যুক্ত বলেও অভিযোগ তোলে বিজেপি। প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার কল্যাণী বন্ধের ডাক দিয়েছে বিজেপি। পাশাপাশি রাজ্যের সব থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

রবিবার বিজয় শীল নামে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এদিন সকালেই কল্যাণী থানায় এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে গিয়েছেন বিজেপি নেতা শুভ্রাংশু রায়। জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতের ময়নাতদন্তের ভিডিওগ্রাফির দাবি করেছেন তিনি। মৃতের পরিবারের অভিযোগ, বিজয়কে এর আগে কয়েকজন হুমকি দিয়েছিল। যদিও এ নিয়ে রাজনৈতিক কোনও যোগ রয়েছে কিনা সে ব্যাপারে পরিবার কিছু জানায়নি। মৃতের স্ত্রীর দাবি, স্বামীকে খুন করা হয়েছে। অন্যদিকে, মৃত বিজয় শীলকে বিজেপি নিজেদের কর্মী দাবি করলেও গয়েশপুরের তৃণমূল সভাপতির দাবি, মৃত যুবক শাসকদলের সমর্থক ছিলেন। এটি আত্মহত্যার ঘটনা। বিজেপি ওই ব্যক্তির মৃত্যু নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ তোলেন তিনি।
