মমতা বনাম শুভেন্দুই, আংশিক প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 55 Second

মমতার বিরুদ্ধে শুভেন্দুই৷ আংশিক প্রার্থী তালিকা পেশ করে জানিয়ে দিল বিজেপি। দল ত্যাগের পর নন্দিগ্রাম থেকে দাঁড়ানোর কথা নিজেই বলেছিলেন শুভেন্দু। তার পরেই মমতা তার বিরুদ্ধে লড়ার কথা জানান। কথা মত গতকাল মমতার তার কথা রাখার কথা জানিয়েছিলেন৷ পাশাপাশি শুভেন্দুও বিজেপির শির্ষ নেতাদের কাছে নন্দিগ্রাম থেকে দাঁড়ানোর আর্জি জানিয়েছিলেন। অতএব দুজনের কথাই থাকল। নন্দিগ্রামের মত শক্তিশালী জায়গায় মমতা বনাম শুভেন্দুর লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে৷ আজ বিকেলে মোট ৫৭টি আসনের প্রার্থীপদ ঘোষণা করেছেন ‌বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। এই ৫৭ জনই আগামীকাল বিজেপির ব্রিগেডের জনসভায় থাকতে পারেন বলেই জানা যাচ্ছে। প্রার্থী তালিকার শিরোনামে থাকা নাম এবং কেন্দ্রগুলি হল –

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী,

কাঁথি উত্তরে সুনীতা সিংহ,

ভগবানপুরে শ্রী রবীন্দ্রনাথ মাইতি,

খেজুরিতে শ্রী শান্তনু প্রামাণিক,

কাঁথি দক্ষিণে স্বদেশরঞ্জন নায়ার,

দাঁতনে শক্তিপদ নায়েক,

পুরুলিয়ায় সুদীপ মুখার্জী,

শালবনীতে রাজীব কুণ্ড,

বীনপুরে পালন সোরেন,

বাঘমুণ্ডিতে আজসু প্রার্থী দিচ্ছে,

গোপীবল্লভপুরে সঞ্জিত মাহাতো,

কেশিয়ারিতে সোনালি মুর্মু,

ঝাড়গ্রামে সুখময় শতপথী,

বলরামপুরে বানেশ্বর মাহাতো,

মানবাজারে গৌরী সিং সর্দার,

রঘুনাথপুরে বিবেকানন্দ বাউরি,

জয়পুরে নরহরি মাহাতো,

গড়বেতায় মদন রুইদাস,

খড়গপুরে তপন ভুঁইয়া,

গড়বেতায় মদন রুইদাস,

গোসাবায় চিত্ত প্রামাণিক,

কাকদ্বীপে দীপঙ্কর জানা,

পাশকুঁড়ায় দেবব্রত পট্টনায়ক,

ময়নায় অশোক দিন্দা,

মহিষাদলে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়,

হলদিয়ায় তাপসী মণ্ডল,

নারায়ণগড়ে রামপ্রসাদ গিরি,

সবং-এ অমূল্য মাইতি,

ডেবরায় ভারতী ঘোষ,

দাসপুরে প্রসন্ন বেরা,

তালডাংরায় শ্যামলকুমার সরকার,

এবং মেদিনীপুরে সম্বিত দাস।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

টেক্কা দিতে হবে বামেদের, ভিড় টানতে দুয়ারে দুয়ারে নেতারা । এম ভারত নিউজ

আগামীকাল ৭ মার্চ রবিবার দুপুএ ২টায় বিজেপির ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই বিজেপির ধারনা বামেদের ডাকা জনসভার থেকে মানুষের সংখ্যা অনেকটাই বেশি হবে। এদিকে কাল বিজেপির সভায় মোদীর সঙ্গে থাকছেন মিঠুন থেকে অক্ষয়। শুধু তাই নয় তৃণমূল থেকে যারা টিকিট পাননি তাঁরাও কাল বিজেপির মঞ্চে দলে যোগ দিতে পারেন । এছাড়াও থাকছেন […]

Subscribe US Now

error: Content Protected