Read Time:1 Minute, 4 Second

চলছে উৎসবের মরসুম। কয়েকদিন বাদেই আলোর উৎসব। আর তার আগেই আশ্চর্য প্রদীপ
তৈরি করে ফেলেছেন ছত্তিশগড়ের বাসিন্দা অশোক চক্রধারী। তাঁর দাবি মাটির তৈরি ওই প্রদীপ ৪০ ঘন্টা অবিরত জ্বলতে পারে। ইতিমধ্যেই এই প্রদীপের জন্য জাতীয় পুরষ্কারও পান অশোক চক্রধারী।শিল্পী জানান, এমন একটি প্রদীপ তিনি ৩৫ বছর আগে দেখেছিলেন। সেই কথা মাথায় রেখেই এই প্রদীপটি তৈরি করেছেন তিনি। জানা গিয়েছে, দিওয়ালির কথা মাথায় রেখে অশোক বাবু ও তাঁর সহকারীরা বর্তমানে দিনে ৫০-৬০ টি এমন বিশেষ প্রদীপ বানাচ্ছেন। এক একটির দাম থাকছে ২০০ থেকে ২৫০ টাকা। তাঁর এই প্রদীপের ছবি এখন রীতিমতো ভাইরাল হতেএ শুরু করেছে।