Read Time:1 Minute, 13 Second
মাদকযোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না মুম্বইয়ের। এবার মাদক কেনার সময় হাতেনাতে ধরা পড়লেন টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহান। রবিবার ভারসোবা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। একই সঙ্গে মাদক কারবারে যুক্ত আরও চার জনও ধরা পড়েছে এনসিবি-র গোয়েন্দাদের হাতে। এনসিবি সূত্রে খবর, বলিউডের মাদকযোগের তদন্তে নেমে বেশ কয়েকটি মাদক কারবারের মডিউলের সন্ধান পান গোয়েন্দারা। সেই সূত্রেই এদিন সাদা পোশাকে ভারসোবা এলাকায় হানা দেন আধিকারিকরা। নিজের জন্য মাদক কিনছিলেন প্রীতিকা, নাকি অন্য কারও জন্য, সেই বিষয়টি জানার চেষ্টা চলছে বলে খবর। অন্যদিকে, মাদককাণ্ডে সুশান্তের বান্ধবী রিয়া ও দীপেশের জামিন হলেও এখনও জেলহাজতে বাকিরা।
