বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই এবার প্রার্থী তালিকার দিকে নজর সাধারণ মানুষের। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ১৩০ টি আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থীদের নাম । বিধানসভা ভোটে রাজ্য শাসকদল ও কেন্দ্রীয় শাসক দলের মধ্যে লড়াই কোন যুদ্ধের থেকে কম কিছু নয় তাই এবার দেখার বিষয় এই যুদ্ধে শরিক হতে চলেছেন কোন কোন বিশিষ্ট ব্যক্তি !

রাজ্য বিজেপির তরফ থেকে বলা হয়েছে ,কোনো আসনেই, একজন প্রার্থীর নাম নেই ,প্রায় প্রত্যেকটি আসনেই একাধিক প্রার্থীর নাম দেওয়া হয়েছে। যেখান থেকে সঠিক প্রার্থীকে বেছে নেওয়া হবে আর নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই আসল তালিকা সামনে আসবে। বিজেপির নেতা রাহুল সিনহা জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে তালিকা। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি তালিকা কেন্দ্রীয় সাংসদ নির্মাণ করেন । তাই এই ক্ষেত্রেও এই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।