লক্ষ্য স্বর্ণপদক ! টেবিল টেনিস ফাইনালে ভাবিনা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 48 Second

স্বর্ণপদক জেতার স্বপ্নকে মনে নিয়েই টোকিও অলিম্পিকে টেবিল টেনিসের ফাইনালে পৌঁছলেন ভারতীয় প্যাডলার ভাবিনা প্যাটেল। জানা যাচ্ছে, ইতিমধ্যেই চিনা প্রতিযোগিনী মিয়াওকে পরাস্ত করেন তিনি। ইতিমধ্যেই টেবিল টেনিস মহিলা একক প্রতিযোগিতায় ভারতের জন্য রৌপ্য পদক নিশ্চিত করেছেন ভারতীয় এই প্যাডলার। জানা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁর বাবা জানিয়েছেন, ফাইনাল প্রতিযোগিতায় স্বর্ণ অর্জন কেবলমাত্র সময়ের অপেক্ষা ছাড়া আর কিছুই নয়। ওদিকে ফাইনাল স্তরে পৌঁছানো মাত্রই বেশ কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ভাবিনা।

টোকিও প্যারা অলিম্পিকের শুরুটা ভারতের জন্য খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন ভারতীয় খেলোয়াড়রা।অলিম্পিকের ফাইনালে পৌঁছে তিনি জানান, স্বর্ণ অর্জনের এই দিনটির জন্যই তার অপেক্ষা। ফাইনালের এই ম্যাচে তিনি তাঁর সর্বস্ব উজাড় করবেন ১০০% পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবেন তিনি। ইতিমধ্যেই মানসিকভাবে প্রস্তুত হয়েছেন ভারতীয় এই প্যাডলার। ইতিমধ্যেই তাঁর এই সাফল্যে খুশি তাঁর কোচ সহ, তাঁর পরিবারের সদস্যরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্য জুড়ে পালিত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । এম ভারত নিউজ

২৮শে আগস্ট পালিত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। রাজ্য জুড়ে দলের প্রতিটি স্তরে বিভিন্ন কর্মসূচি,মিছিলের ব্যবস্থা করা হয়েছে। ভার্চুয়ালি এই কর্মসূচিতে যোগদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ছাত্রদের সঙ্গে সরাসরি কথাও বলবেন তিনি।এরাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও পালিত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এদিন আগরতলা সার্কিট হাউস সংলগ্ন মাঠে উপস্থিত ছিলেন […]
News_1035

You May Like

Subscribe US Now

error: Content Protected