এবার শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর নিরাপত্তায় মোতায়েন হল কেন্দ্রীয় বাহিনী। সম্পর্কে এই দুজন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা এবং ভাই। বিধানসভা নির্বাচনের কিছুদিন আগেই সদলবলে তৃণমূল ছাড়েন একদা মমতার ছায়াসঙ্গী শুভেন্দু। তাঁর সঙ্গেই দল ছাড়েন আরেক ভাই সৌমেন্দুও। কিন্তু এখনও তৃণমূলেই আছেন শুভেন্দু অধিকারীর বাবা ও ভাই। তাই এবার তাঁদের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। কাঁথি এবং তমলুকের এই দুই সাংসদের নিরাপত্তায় এবার তাঁদেরকে সর্বক্ষণ ঘিরে থাকবেন ৬ জন করে নিরাপত্তা রক্ষী। শুক্রবার রাতেই সিআরপিএফের জওয়ানরা কাঁথিতে এসে পৌঁছেছেন বলেই জানা যাচ্ছে।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লড়তে চেয়েছিল বিজেপি। কিন্তু এ রাজ্যে ভরাডুবি হয় পদ্ম শিবিরের। বিজেপির তাবড় নেতাদের লক্ষ্য মেদিনীপুরের অধিকারী পরিবারের দিকে ছিল বহুদিন ধরেই। সেই কারণেই এবার এঁদের নিরাপত্তা আরও মজবুত করল রাজ্য, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।