মহামারীতে কার্যত লকডাউনের মধ্যেই এবার রেল সার্ভিসের আওতাভুক্ত হলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যাংক কর্মীরা। মূলত এর আগের লকডাউনের সূচনা পর্বে কেবলমাত্র স্বাস্থ্যকর্মীদের সমস্যার কথা মাথায় রেখে রেল কর্মীদের পাশাপাশি স্পেশাল ট্রেনে ওঠার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের আবেদনে ইতিবাচক ফলাফল দিয়েছিল রাজ্য সরকার।এরপর স্বাস্থ্যকর্মীদেরকে অনুসরণ করেই, রাজ্য সরকারের কাছে স্পেশাল ট্রেনের বিশেষ সুবিধা পাওয়ার জন্য আবেদন জানান ব্যাংক কর্মীরা।

ব্যাঙ্ক কর্মী সংগঠনের দাবি,রেলকর্মী ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এবার যাতে ব্যাঙ্ক কর্মীরাও ট্রেনে উঠতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করুক সরকার। সরকারি নির্দেশ অনুসারে বর্তমানে রাজ্যে চলছে কার্যত লকডাউন। আর সেই বিধিনিষেধ মেনে প্রতিদিনের ব্যাংক পরিষেবা দেওয়া হচ্ছে ,সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত। যদিও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনে ৫০% ব্যাঙ্ক কর্মী নিয়ে চালাতে হবে ব্যাংক পরিষেবা।
আর এবার ব্যাঙ্ককর্মীদের স্পেশাল ট্রেনে চড়ার অনুমতিতে রাজ্য সরকারের তরফ থেকে গ্রীন সিগনাল দিয়ে রেল মন্ত্রকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি চিঠির মাধ্যমে ব্যাংক কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে, রাজ্যের কোন সমস্যা নেই তবে প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলতে হবে ব্যাংক কর্মীদের। শুধু তাই নয় এতদিন পর্যন্ত যেই নিয়ম মেনে চলছেন স্বাস্থ্যকর্মীরা,সেই নিয়ম মেনে চলতে হবে ব্যাংক কর্মীদেরও।