Read Time:1 Minute, 17 Second
আবার রুপোলী পর্দায়ে ফিরতে চলেছে শাহরুখ ও দীপিকার জুটি। “ওম শান্তি ওম” এর হাত ধরে সিনেম জগতে আলোড়ন ফেলেছিল কিং খান ও দীপিকা পাড়ুকোনের জুটি। ভক্তদের খুবই প্রিয় হয়ে উঠেছিল তাদের অনস্ক্রিন রসায়ন। আর তার পর থেকেই তাদের বলিউডের আরো কয়েকটি ছবিতে দেখা যায় একসাথে। সরাসরি নায়ক নায়িকার ভূমিকায়ে না থেকেও তাদের একই ছবিতে দেখা গেছে। কিন্তু এবার তারা আবারো এক সাথে আস্তে চলেছে সিদ্ধার্থ আরোরার “পাঠান” ছবিটিতে।

ইতিমধ্যেই দীপিকা গোয়া থেকে আরো একটি শুটের কাজ শেষ করে ফিরেছেন। যদিও “পাঠান” ছবিটির ব্যাপারে বিশেষ কিছু জানা না গেলেও কাজ যে জোড় কদমে শুরু হয়ে গেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দর্শকরাও চেয়ে রয়েছে অধির আগ্রহে এই জনপ্রিয় জুটিকে আরো একবার রুপোলী পর্দায় দেখার জন্য।