‘মণিকর্নিকা রিটার্নস: দ্য লিজেন্ড দিদ্দা’ হল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের পরের ছবি । আর এই ছবি ঘিরেই চলছে নানা জল্পনা । বিপাকে তারকা কঙ্গনা । এই ছবি নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি গল্প চুরি করেছেন । লেখক আশিস কউলের দাবি, ‘দিদ্দা: দ্য ওয়ারিয়র কুইন অফ কাশ্মীর’ এই গল্পের কপিরাইট তাঁর। আর তা ‘চুরি’ করেছেন কঙ্গনা। এই অভিযোগে কঙ্গনা ও ছবির সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে খার থানায়। বান্দ্রা আদালতে দায়ের করা মামলায় আশিল কউল অভিযোগ এনেছেন বিশ্বাসভঙ্গ, কপিরাইট ভঙ্গ, প্রতারণার। অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআরও । এফআইআর দায়ের করা হয়েছে কঙ্গনার দিদি রঙ্গোলি চান্ডেলের নামেও। আশিস নিজের বিবৃতিতে কঙ্গনাকে ‘হোয়াইট কলার ক্রাইমে’ অভিযুক্ত বলেও দাবী করেন । কঙ্গনার আগের ছবি ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’-র সিকুয়াল হচ্ছে এই ছবি । উল্লেখ্য ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ তৈরী করার সময়েও বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রিকে । সে সময় ছবির পরিচালক কঙ্গনারবিরুদ্ধে অভিযোগ আনেন, কঙ্গনা নাকি দাবী করছেন ছবির অধিকাংশ অংশ কঙ্গনা নিএই সহ পরিচালক হিসেবে বানিয়েছেন। আর এবারেও বিতর্কের মুখে বলিউড কুইন ।
