Gujrat Election: নিজের কেন্দ্রে ভোটদান প্রধানমন্ত্রীর। এম ভারত নিউজ

Mbharatuser

অন্যদিকে শিলাজ অনুপম স্কুলের বুথে ভোট দেন গুরজাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

0 0
Read Time:2 Minute, 17 Second

আজ দ্বিতীয় দফার নির্বাচন চলছে গুজরাটে। নিজের কেন্দ্র আহমেদাবাদে নিশান পাবলিক স্কুলের বুথে সকাল সকাল ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকটা পথ হেঁটে তিনি ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকেন। তাঁকে দেখতে আর শুভেচ্ছা জানাতে রাস্তার দুই ধারে যথেষ্ট ভিড় জমিয়েছিল উৎসাহী জনতা। সাধারণ মানুষের সাথে লাইনে দাড়িয়েই তিনি ভোট দেন।

অন্যদিকে শিলাজ অনুপম স্কুলের বুথে ভোট দেন গুরজাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। নির্বাচন কমিশনের সূত্রানুযায়ী, আজ দ্বিতীয় দফায় গুজরাট বিধানসভার ৯৩টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। মোট পার্থী সংখ্যা ৮৩৩ জন। দ্বিতীয় দফায় প্রথম ভোট দেবেন প্রায় ৬ লক্ষ ভোটার। এই দফায় সেলেব প্রার্থীদের মধ্যে রয়েছেন হার্দিক প্যাটেল ও বিজেপি প্রার্থী আপলেশ ঠাকুর। পাশাপাশি দলিত প্রার্থী জিগনেশ মেবানি ও নেতা সুখরাম রাবতের ভাগ্য পরীক্ষা হবে এদিন।

১৯৯০ সাল থেকে আমেদাবাদের ১৬ টি আসনে বিজেপি একচ্ছত্র রাজত্ব করে চলেছে। তবে এবারে এইসব আসনে কংগ্রেস এবং আম আদমি পার্টি বেশ কিছুটা ভাগ বসাতে পারবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকগণ। তাই বিজেপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি আহমেদাবাদের ভোট আজ খুবই গুরুত্বপূর্ণ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিশ্বকাপে হল না শেষ রক্ষা, বিদায় জাপান! এম ভারত নিউজ

তৃতীয় দিনে এশিয়ার সেরা দল জাপানের মুখোমুখি হয় ক্রোয়েশিয়া।

Subscribe US Now

error: Content Protected