মিজোরামের পাঁচ দশকের ইতিহাসে প্রথম মহিলা পূর্ণ মন্ত্রী হয়েছেন লালরিনপুই। তার হাতে ৬টি দফতরের ভার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী লালডুহোমা। এ বারের ভোটে লড়তে নেমেছিলেন ১৬ জন মহিলা। তাদের মধ্যে জিতেছেন জেডপিএমের লালরিনপুই ও বেরিল ভাগ্নেইসাঙ্গি এবং এমএনএফের প্রভা চাকমা। লালরিনপুইয়ের আগে ১৯৮৭ সালে বিধায়ক ও রাজ্যের প্রথম মহিলা প্রতিমন্ত্রী হন এমএনএফের লাহলিমপুই। এর তিরিশ বছর পর ২০১৭ সালে প্রতিমন্ত্রী হন কংগ্রেসের ভানলালাওমপুই চাওংথু। প্রথম মহিলা পূর্ণ মন্ত্রী লালরিনপুই পেয়েছেন স্বাস্থ্য, পরিবার কল্যাণ, সমাজ কল্যাণ, জনজাতি উন্নয়ন, নারী ও শিশু কল্যাণ ও পর্যটন দফতরের ভার। লালডুহোমা নিজের হাতে রেখেছেন অর্থ, পরিকল্পনা, সাধারণ প্রশাসন, আইন ও রাজনৈতিক বিভাগ। স্বরাষ্ট্র দফতর পেয়েছেন কে সাপডাঙ্গা।
লালরিনপুই তার কমিউনিকেশন স্কিলের জন্য পরিচিত৷ ইংরেজি ও হিন্দিতে তিনি বক্তৃতা দিতে পারেন৷ বেঙ্গালুরুতে থাকতেন স্বামীর কাজের সূত্রে৷ সেখানে তিনি ছাত্রছাত্রীদের জন্য একটি হস্টেলও চালাতেন৷ এই হস্টেলে থাকেন উত্তরপূর্ব থেকে পড়তে যাওয়া ছাত্রছাত্রীরা৷ মিজোরামের বহু পড়ুয়া এর সুবিধা পেয়েছেন৷ একটি বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার৷ গত এক দশকের বেশি সময় ধরে তিনি সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে রয়েছেন৷