0
0
Read Time:1 Minute, 1 Second
আজ বুধবার তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা অ্যালকেমিস্টের কর্ণধার কেডি সিংহকে গ্রেফতার করল ইডি । বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে প্রাক্তন সাংসদকে আজই গেরেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরের আধিকারিকদের একটি দল । এমনকি আজই তাঁকে দিল্লীর আদালতেও তোলা হতে পারে বলেই জানানো হয়েছে ইডি-র তরফে । গত কয়েকদিন ধরেই এই মামলায় তাঁকে দফায় দফায় জেরা করা হয় । এর পর আজও জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র দফতরে আসেন কেডি । সেখানেই তাঁকে আটক করা হয় । আর্থিক তছরুপের পাশাপাশি চিটফান্ডের ব্যবসাতেও নাম রয়েছে তাঁর । এমনকি নারদ কান্ডেও বার বার নাম উঠে আসে এই ব্যক্তির ।