‘জনসন এন্ড জনসনে’র করোনা টিকা অনেক বেশি কার্যকরী : এফডিএ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 27 Second

করোনা আবহে দেশের সাধারণ মানুষ যখন অনেক বেশি বিপর্যস্ত, তখন দেশের বিভিন্ন রিসার্চ সেন্টার থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নির্মাণের কাজ শুরু করা হয় । আপৎকালীন অবস্থায় দুটি টিকাকে জরুরি ছাড়পত্র দেওয়া হলেও ,পরবর্তীতে দেখা গেছে তা সাড়া ফেলতে পারেনি সাধারণ মানুষের মধ্যে। বর্তমানে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে করা একটি সমীক্ষায় জানা গেছে জনসন এন্ড জনসন কোম্পানির তৈরি করা ভ্যাকসিন অনেক বেশি কার্যকরী। এফডিএর তরফ থেকে প্রকাশ করা একটি সমীক্ষায় বলা হয়েছে, এই ভ্যাকসিন ৬৬ শতাংশ পর্যন্ত সাড়া ফেলতে পারে করোনা ভাইরাসের ক্ষেত্রে। এবং সাধারন অসুস্থতার ক্ষেত্রে ৮৫% সাড়া ফেলতে পারে এই ভ্যাকসিন।

মর্ডানা অ্যান্ড ফাইজার ভ্যাকসিনের পরে এটি একমাত্র ভ্যাকসিন যা দ্রুত ছাড়পত্র পেয়েছে ইউএস সরকারের কাছ থেকে। যদিও ইউএস সরকারের তরফ থেকে জানানো হয়েছে ,যে এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে আগামী শুক্রবার । ঐদিন এফডিএর একটি বৈঠকের কথা রয়েছে। এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে এখনো পর্যন্ত যে প্রমাণ সামনে এসেছে তার উপর ভিত্তি করেই জনসন এন্ড জনসন করোনা ভ্যাকসিনের প্রথম শট নেওয়া যাবে কিনা ।জনসন এন্ড জনসনের তরফ থেকে নির্মিত ভাইরাসের সিঙ্গেল ডোজ চুয়াল্লিশ হাজার যুক্তরাষ্ট্রীয়, ল্যাটিন আমেরিকান এবং সাউথ আফ্রিকান যুবককে দেওয়া হয়েছে। এই সমীক্ষার মাধ্যমে জানতে পারা গেছে অন্যান্য সাধারণ ভ্যাকসিনের মত এই ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যথা জ্বর সর্দি কাশি মাথা যন্ত্রণা ইত্যাদি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভয়াবহ অগ্নিকান্ড কোলাঘাটে । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত তিনটি দোকান। বৃহস্পতিবার ভোরে কোলাঘাটের কাঠচড়া ময়দানের তিনটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় কোলাঘাট থানার পুলিশ ও দমকলের আধিকারিকদের। ঘণ্টা খানেকের প্রচেষ্টায় দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনে পুড়ে যায় দোকানের […]

Subscribe US Now

error: Content Protected