ইএম বাইপাসের ঝুপড়িতে ভয়াবহ আগুন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 51 Second

শীতের সন্ধ্যায় দাউ দাউ করে জ্বলছে ইএম বাইপাসের কাছে পূর্বাশা আবাসনের পাশে থাকা ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫ টি ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। উদ্ধার কাজে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এদিকে, আগুনের জেরে বাইপাসে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাইপাস লাগোয়া বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে ধুলেমাঠ বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে একাধিক বস্তিতে। দাউদাউ করে জ্বলতে শুরু করে একাধিক ঝুপড়ি।
আগুনের গ্রাসে ইতিমধ্যেই বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে, এখনও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ঝুপড়ির মধ্যে যাঁরা ছিলেন, তাঁদের সকলকেই দ্রুত বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। যদিও এলাকাবাসীদের অভিযোগ, দেরীতে আসে কেউ দমকলের কর্মীরা। আগুনের উৎসস্থল খুঁজে পেতেও হিমশিম দশা হয় দমকল কর্মীদের।
অগ্নিকাণ্ডের জেরে বাইপাসে বন্ধ হয়ে যায় যান চলাচল। আশেপাশের বিকল্প রাস্তাগুলি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে কীভাবে আগুন
লাগল, তা এখনও স্পষ্ট নয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রক্ত দিয়ে চিঠি প্রধানমন্ত্রীকে । এম ভারত নিউজ

কেন্দ্রের নয়া কৃষি আইন ফেরানোর দাবিতে রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি। মঙ্গলবার সিংঘু সীমান্তে রক্তদান শিবিরের আয়োজন করেন কৃষকরা। তারপর সেই রক্ত দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লেখেন দিল্লির প্রতিবাদী কৃষকরা। চিঠিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা নয়া কৃষি আইন প্রত্যাহার করা হোক। পাশাপাশি একাধিক স্লোগানও লিখেছেন কৃষকরা। তাঁরা লিখেন, […]

Subscribe US Now

error: Content Protected