রাজ্য পরিবহন নিগমের তরফ থেকে নতুন পাস চালু করা হল, সাধারণ মানুষের যাতায়াতকে আরো মসৃণ করার জন্যই তৈরি করা হলো নতুন পাস। হপ অন হপ অফ’ পাস নিয়ে কলকাতা শহরে সারা দিনে যত বার খুশি বাস-ট্রাম-ফেরিতে ভ্রমণ করা যাবে । ২১ তারিখ থেকে এই পাস পাওয়া যাবে এই পাস বিভিন্ন ডিপোতে। বিশেষত লন্ডন ও সিঙ্গাপুরে যাত্রীদের জন্য যে ধরনের টিকিট ব্যবস্থা ভারতে বর্তমান ,তারই আদলে তৈরি করা হয়েছে এই পাসকে। এই পাসটির নাম দেওয়া হয়েছে সিটি ট্রাভেলস পাস। এই পাসটির মূল্য 100 টাকা।
পাশাপাশি ডেলি প্যাসেঞ্জার দের এখন থেকে অনেকটা ঝুঁকি হবে বলে মনে করছেন রাজ্য সরকার ।ডব্লিউবিটিসি-র ম্যানেজিং ডিরেক্টর রজনবীর সিং কপুর বলেন, “শহরের নিয়মিত যাত্রী ও পর্যটকদের সুবিধার জন্যই এই ‘সিটি ট্রাভেল পাস’ চালু করা হচ্ছে।এর বড়ো সুবিধা হল একই দিনে ট্রাম, বাস বা ফেরিতে চড়ার জন্য বার বার টিকিট কাটার ঝক্কি পোহাতে হবে না”। দীর্ঘদিন ধরে বিশ্বব্যাংকের সহায়তায় রাজ্য সরকার আনতে চেয়েছিলেন এই সুবিধা যা বাস্তবায়িত হবে আগামীকাল থেকে।