ভয়াবহ আগুন দেরাদুন-দিল্লি শতাব্দী এক্সপ্রেসে । আজ শনিবার সকালে রাইওয়ালা ও কংসরাও স্টেশনের মধ্যে ট্রেনে আগুন লাগে । তবে, ট্রেনের যাত্রীরা এই মুহূর্তে সুরক্ষিত আছেন । সমস্ত যাত্রীদের এই মুহূর্তে দেরাদুবে পৌঁছে দেওয়া হয়েছে । আজ বেলা ১২টা নাগাদ আচমকাই এই চলন্ত ট্রেনে আগুন ধরে যায় । তড়িঘড়ি নির্দিষ্ট কোচে থাকা যাত্রিদের অন্যত্র স্থানান্তরিত করে দেওয়া হয় ।
কোচে থাকা ৩৫ জন সম্পূর্ণ সুস্থ রয়েছেন । কামরাটিকে আলাদাভাবে সরিয়ে রাখা হয়েছে । ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী এসে পৌছোলে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা । তারপর ফের যাত্রা শুরু করে দেরাদুন-দিল্লি শতাব্দী এক্সপ্রেস । তবে ট্রেনে কীভাবে আগুন লাগল তা এখনও বলা সম্ভব হয়নি। দমকল বা রেলের তরফে কোনও রিপোর্ট এখনও পর্যন্ত পেশ করা হয়নি। যাত্রীদের তরফেও জানা যায়নি কিছুই। ঘটনার তদন্ত শুরু হয়েছে।