0
0
Read Time:1 Minute, 22 Second
কোন রকম শর্ত ছাড়াই ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা প্রদানের দাবিতে বিক্ষোভ দেখাল ১০০ দিনের কাজের কর্মীরা। বুধবার সল্টলেক পঞ্চায়েত ভবনের সামনে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি, ষষ্ঠ পে কমিশনের যাবতীয় সুবিধাগুলি প্রয়োগ করে প্রত্যেক পদের যোগ্যতা অনুযায়ী অনুযায়ী বেতন দিতে হবে।
এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা মনরেগা প্রকল্পের অন্তর্ভুক্ত ১০০ দিনের কাজের চুক্তিভিত্তিক কর্মীরা সল্টলেক পঞ্চায়েত ভবনের সামনে বিক্ষোভ দেখায়। আগামীতে তাদের দাবি না মানা হলে পঞ্চায়েত ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভে বসার হুঁশিয়ারি দিয়েছে তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভকারীদের ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয় পুলিশের তরফে।