রাজ্যভার গ্রহন করলেন সৌমেন মিত্র। এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 40 Second

বঙ্গভোটের আগে রাজ্য পেয়েছে নতুন পুলিশ কমিশনার । গতকালই কলকাতা পুলিশের নগরপাল হিসেবে রাজ্য ভার গ্রহণ করেছেন সৌমেন মিত্র। গতকাল সমস্ত উচ্চপদস্থ আইপিএস অফিসাররা পৌঁছে গিয়েছিলেন সৌমেন মিত্রের কেবিনে ,ফুলের তোড়া দিয়ে সুসজ্জিত হয়েছিল তাঁর কেবিন। যদিও বিধানসভা নির্বাচনের আগে এই রকম কমিশনার বদলের ঘটনা এর আগে দেখতে পাওয়া যাচ্ছে। ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে একবার রাজীব কুমারকে সরিয়ে তার পরিবর্তে আনা হয়েছিল সৌমেন মিত্রকে ।

রিমলেস চশমা পরা এই সুদর্শন আইপিএস অফিসার ২০১৬ বিধানসভা ভোটের সময় সুস্থতার সাথে সামলেছিলেন মহানগরীর রাজনৈতিক দাঙ্গা । আর সেই কারণেই হয়তো মুখ্যমন্ত্রীর কাছে প্রশংসাও পেয়েছিলেন। তবে ভোটের ফলাফলের দিন কালীঘাটে পৌঁছে গিয়েছিলেন সৌমেন মিত্র, ফুলের তোড়া হাতে করে পৌঁছে ছিলেন তিনি, জানিয়েছিলেন শুভেচ্ছা। বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে মিটে যাওয়ার পরে সৌমেন মিত্রের পরিবর্তে ফের রাজ্যে দায়িত্বে নিয়ে আসা হয় রাজীব কুমারকে। “হিস্ট্রি রিপিটস ইটসেলফ” গতকাল আবার রাজ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে সেই পরিত্যক্ত সৌমেন মিত্রকে ফিরিয়ে আনা হলো কলকাতা পুলিশের নগরপাল হিসেবে।

সাংবাদিকদের সঙ্গে বৈঠক হয় সৌমেন মিত্রের। সেখানে সুদর্শন এবং বুদ্ধি সম্পন্ন এই পুলিশ অফিসার প্রত্যেকটি প্রশ্নকেই ভিষন দক্ষতার সাথে গ্রহণ করেন তিনি। সম্ভবত নির্বাচন কমিশনের কথা মাথায় রেখেই প্রথমেই সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে । এদিকে দল কিছুটা অনিশ্চিত তাদের প্রিয় পুলিশ কমিশনার কি নিজের গ্রেফতারি এড়াতে ইতিমধ্যেই কেন্দ্রীয় শাসন বাহিনীর সাথে যোগাযোগ তৈরি করেছে!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি। এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : ফের বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি তাদের দলীয় পতাকাও পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরির শ্যামপুর এলাকায়। অভিযোগ, সোমবার রাতে আচমকাই তৃণমূল আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়। ব্যাপক মারধর করে। বিজেপির দলীয় পতাকা […]

You May Like

Subscribe US Now

error: Content Protected