বাড়ছে শিশু মৃত্যু, কেন্দ্রের দ্বারস্থ শুভেন্দু । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

রাজ্যে অজানা জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত শিশুর সংখ্যা। আর এই পরিস্থিতিতে আগত উপনির্বাচন নিয়ে ব্যস্ত রাজ্য প্রশাসন ,তথা রাজ্য সরকার । সেই কারণেই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্র সরকারের দ্বারস্থ হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের বর্তমান স্বাস্থ্য পরিকাঠামোর বিষয়ে অবগত করেন তিনি। তাছাড়া উত্তরের শিশুদের নিরাপত্তা বিষয় তুলে ধরেন তিনি। তবে বিজেপির অপর এক নেতৃত্বর মুখে ভিন্ন সুর শুনতে পাওয়া গেল এই প্রসঙ্গে। জিতেন্দ্র তিওয়ারি বলেন,’কোনও রাজনীতি নয়,দ্রুত এই শিশুগুলির সুস্থতা কামনা করি।’ তবে শুধু পশ্চিমবঙ্গেই নয়, অন্যান্য রাজ্যেও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের দ্বারস্থ হতে হচ্ছে শিশুদের। আর এবার পশ্চিমবঙ্গের মালদহ, জলপাইগুড়ি-সহ দক্ষিণ বঙ্গের আসানসোল, দুর্গাপুরে বিভিন্ন হাসপাতালে শিশু মৃত্যুর জেরে ঘুম ছুটেছে চিকিৎসকদের। জানা যাচ্ছে প্রথমে প্রাথমিক জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। আর তারপরই দ্রুত অবস্থার অবনতি ঘটে মৃত্যু হচ্ছে তাদের।

প্রসঙ্গত উল্লেখ্য সামনেই ভবানীপুর বিধানসভা উপনির্বাচন । আর সেই পরিস্থিতিতেই উপনির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত রাজ্য সরকার তথা প্রশাসন। আর সেই কারণেই রাজ্য সরকারকে তোপ দেগে তিনি বললেন,’ ভবানীপুর উপনির্বাচন নিয়ে ব্যস্ত গোটা রাজ্য প্রশাসন। সেটাই এখন প্রশাসনের মূল লক্ষ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর কাছে আমার আর্জি আপনি দয়া করে রাজ্যে কেন্দ্রের বিশেষজ্ঞ দল পাঠান। শিশুদের রক্ষা করুন।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সেন্ট্রাল ভিস্তা নিয়ে মোদির জবাব বিরোধীদের । এম ভারত নিউজ

কোভিড মহামারী চলাকালীন সেন্ট্রাল ভিস্তা নির্মাণের কাজ চালিয়ে যাওয়ায় বারবার বিরোধীদের নিশানা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের নতুন ভবন উদ্বোধন করে বিরোধীদের জবাব দিলেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সেন্ট্রাল ভিস্তার নামে মিথ্যাচার করেছে বিরোধীরা। আসল তথ্যই গোপন করা হয়েছে। এদিন উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী বলেন,”যারা সেন্ট্রার ভিস্তাকে নিশানা করছিল, তারা […]

You May Like

Subscribe US Now

error: Content Protected