বিদেশ থেকে পাওয়া অক্সিজেনের প্রয়োগ নিয়ে মোদিকে প্রশ্ন কংগ্রেসের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 37 Second

বিদেশ থেকে পাওয়া চিকিৎসা সামগ্রী এবং অক্সিজেনের প্রয়োগ, ও যাবতীয় করোনার ত্রাণ সামগ্রী ঠিক কোথায় যাচ্ছে, তা নিয়ে মোদিকে প্রশ্ন করলেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা। বর্তমানে দেশের এই কঠিন পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে কোন না কোন দেশের নাম। যারা ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য। মূলত প্রায় প্রতিটি দেশ থেকেই ভারতের অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য পাঠানো হচ্ছে অক্সিজেন। আবার প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে অক্সিজেনের অভাবে মৃত্যুর খবর । তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে বিদেশ থেকে যে সমস্ত অক্সিজেন ভারতের জন্য পাঠানো হচ্ছে সেই অক্সিজেনের ব্যবহারটা ঠিক কোন রাজ্যের জন্য করা হচ্ছে?

দেশে করোনা সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে আর এই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বহুদেশ । অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য পাঠানো হয়েছে অক্সিজেন । কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, ” করোনা পরিস্থিতি মোকাবিলায় এখনও পর্যন্ত বিশ্বের ৪০ টি দেশ ভারতে গত কয়েক সপ্তাহে প্রচুর ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছে। যেগুলির মধ্যে রয়েছে অক্সিজেন, পিপিই কিট, মাস্ক, ভেন্টিলেটর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মেডিক্যাল সামগ্রী। সেগুলি সবই দিল্লি বিমানবন্দর থেকে গ্রহণ করেছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। কিন্তু এই ত্রাণ সামগ্রীগুলি আসার পর সেগুলি কোথায় যাচ্ছে তা সাধারণ মানুষকে অবগত করা হচ্ছে না। ফলে সাধারণ মানুষের কাছে এই বিষয়ে কোনও স্বচ্ছ ধারণা নেই।”

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, কাতার থেকে ৩ টি কার্গো প্লেনে ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর এবং পিপিই কিট সহ ৩০০ টন মেডিকেল সরঞ্জাম পাঠানো হয়েছে। এগুলি দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুতে বিতরণ করা হয়েছে। কিছুদিন আগে ব্রিটেন থেকে পাঠানো হয়েছে অক্সিজেন ট্যাংকার। ওদিকে ন্যাচারাল অক্সিজেনের পরিপূর্ণ দেশ ভুটান থেকেও পাওয়া গেছে কৃত্তিম অক্সিজেন। বেশ কিছু দেশে তরফ থেকে পাঠানো হয়েছে করোনা টিকা এবং টিকা তৈরির প্রয়োজনীয় কাঁচামাল। তবে ভারতের করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য ভারত আদৌ ঠিক কতটা প্রস্তুত এই বিষয়ে এখনও প্রশ্ন থেকে যাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা পরিস্থিতিতে ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের । এম ভারত নিউজ

দেশের করোনা পরিস্থিতিতে প্রায় দুমাস বাদে দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের। বর্তমানে দেশের প্রায় প্রতিটি রাজ্য নাজেহাল। একদিকে যেমন হাসপাতালগুলিতে অক্সিজেন এবং বেডের অভাবে প্রায় প্রতিদিনই রোগীর মৃত্যুর খবর সামনে আসছে, ঠিক তেমনি আরেকদিকে লকডাউনের মুখে পড়তে চলেছে দেশের বিভিন্ন রাজ্যগুলি, এই পরিস্থিতিতে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি মধ্যবিত্তের কপালে […]

Subscribe US Now

error: Content Protected