ডিসেম্বরের শুরুতেই গুজরাটের বিধানসভা নির্বাচন। আর এমতাবস্থায় রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পাথর ছুঁড়ে মাড়ার অভিযোগ উঠল। সোমবার সুরাটের কাতাগ্রাম এলাকায় একটি সভা এবং রোড শো-তে বেরিয়েছিলেন তিনি আর সেখানে তাঁর কনভয়ে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলেই অভিযোগ। কেজরিওয়ালের কনভয় চলাকালীন সেখানে আম আদমি পার্টির সমর্থক ও বিজেপির সমর্থকদের মধ্যে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয় ও ঝামেলা বাঁধে। সেসময় বিজেপি সমর্থকরা ‘মোদী, মোদী’ স্লোগান দিতে থাকেন এবং কেজরিওয়ালকে উদ্দেশ্য করে পাথর ছুঁড়ে মারেন বলে দাবী আপ প্রধানের।

এদিকে পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ‘৪ কিলোমিটারের এই রোড শো’তে কেজরিওয়ালকে সিএপিএফ-র তরফে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল। শান্তিপূর্ণভাবেই ব়্যালিটি গিয়েছিল। কর্মী সমর্থকদের মধ্যে সামান্য হাতাহাতি হলেও পাথর ছোড়ার কোনও ঘটনা ঘটেনি। তবে পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নেয়।’

অন্যদিকে কেজরিওয়ালের বক্তব্য, আমরা যখন সেখান দিয়ে যাচ্ছিলাম ওদের কর্মী সমর্থকরা আমাদের উপর পাথর ছোঁড়ে। গত ২৭ বছরে তারা রাজ্যে কোনও কাজ করে থাকলে আজ আমাদের উপর পাথর ছুঁড়তে হত না। আমি তাঁদের বলতে চাই, একমাত্র কেজরীবালই বিদ্যুতের বিল কাঁটছাট করবেন, আপনাদের সন্তানদের পড়াশোনা করাবেন এবং পাথরের জায়গায় আপনাদের ফুল দেবেন। আমরা এখানে সুস্থ সমাজ তৈরি করতে এসেছি, গুণ্ডামি করতে নয়। আপ হল শিক্ষিত, ভদ্র, সৎ এবং দেশপ্রেমিকদের পার্টি। যদি আপনারা অন্যদের মত কটূক্তি করতে চান তবে তাঁদের সঙ্গে যান।’