পরমাণু সমঝোতায় আসতে পারে আমেরিকা, ইঙ্গিত বাইডেনের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 16 Second

২০১৫ সালে বিশ্বের বেশ কয়েকটি দেশ ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় বসার জন্য তৈরি ছিল ,এমনকি এই কর্মসূচিতে নিজেদেরকে আবদ্ধ করার জন্য স্বাক্ষরও করেছিল। তবে এই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে এসেছিলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। যদিও ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরী অর্থাৎ আমেরিকার নয়া প্রেসিডেন্ট জো বাইডেন এই সমঝোতায় এগোনোর জন্য ইঙ্গিত দিয়েছেন।

বার্ষিক মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানেই এই ইঙ্গিত দেন তিনি ।পাশাপাশি তিনি এও বলেন বর্তমানে আমেরিকার প্রস্তুত আছে পরমাণু সমঝোতায় এগিয়ে আসার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য কোন দেশের পরমাণু ঘটিত কোনো সমঝোতায় আসার জন্য, পাঁচটি দেশের একত্রিত ইতিবাচক সিদ্ধান্ত নির্ণয় করে সেই দেশের কাছে পারমাণবিক অস্ত্রের অধিকার আছে কিনা। যদি ৫ টি দেশের মধ্যে কোনো একটি দেশ ভেটো জারি করে ,তাহলে এই সিদ্ধান্ত নেতিবাচক সিদ্ধান্তে পরিণত হয়।

২০১৮ সালে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে নিজের দেশকে এই সমঝোতা থেকে বের করে নিয়ে এসেছিলেন ফলে এই সিদ্ধান্ত ও নেতিবাচক সিদ্ধান্তের রূপ নেয়। যদিও বর্তমানে আমেরিকার নয়া প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো এই সমঝোতায় বসার জন্য কথা বলেছেন, তবে এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ নির্দেশ করা হয়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

১ মার্চ অবধি বিনামূল্যে পাওয়া যাবে " Fastag " । এম ভারত নিউজ

কেন্দ্র সরকারের ক্ষমতায় আসার পর ভারতকে নয়া সাফল্য এনে দিতে একটি নতুন পদক্ষেপ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , সেটি হলো’ ডিজিটাল ইন্ডিয়া’। সেক্ষেত্রে একটি বিশেষ ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। বলা হয়েছিল’ fasttag ‘ নামক এই বিশেষ সুবিধার মাধ্যমে খুব সহজেই টোল ট্যাক্সের সুবিধা পাবেন সাধারণ মানুষ। প্রধানত […]

Subscribe US Now

error: Content Protected