টেট বিড়ম্বনায় সরব শিক্ষামন্ত্রী, অভিযোগ বিরোধিদের উপর। এম ভারত নিউজ

Mbharatuser

জায়গায় জায়গায় ব্যাগ রাখা নিয়ে বিক্ষোভের ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন,

0 0
Read Time:2 Minute, 42 Second

অবশেষে ব্যাগ স্কুলেরে ভিতরে রাখার নির্দেশ দিল পর্ষদ। কোলকাতার হিন্দু স্কুলের প্রধান শিক্ষককে নিজে তদারকি করে স্কুলের বাইরে থাকা সব ব্যাগগুলি ভিতরে নিয়ে যেতে দেখা গিয়েছে। জায়গায় জায়গায় ব্যাগ রাখা নিয়ে বিক্ষোভের ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘এগুলি খুবই তুচ্ছ বিষয়। দু একটি জায়গায় ব্যাগ রাখার অসুবিধা ছিল। আমাদের পরীক্ষার সময়ও এরকম সমস্যা ছিল। এইসব সমস্যা দ্রুত মিটে যাবে মনে হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় পরীক্ষা ভালোভাবেই চলছে। মুখ্যমন্ত্রী নিজে তদারকি করছেন। বারোটা থেকে আড়াইটে পর্যন্ত পরীক্ষা চলবে। পুলিশ, প্রশাসন, আপদকালীন বিভাগ, শিক্ষা দপ্তর সবার সাথে সমন্বয় রেখেই পরীক্ষা চালানো হচ্ছে।‘

politics_386

তবে বিরোধীদের কিছু অংশ আজকের পরীক্ষা বানচাল করতে চাইছে বলে দাবী করেন শিক্ষামন্ত্রী। রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলিতে গেটের সামনে কালো শার্ট-প্য়ান্ট এবং মাথায় কালো টুপি পড়া বাউন্সার মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল কোলকাতার বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে পরীক্ষার খুঁটিনাটি সমস্ত বিষয়ে স্বয়ং পর্যবেক্ষণ করছেন।

এদিন পুনম কুমারী নামে এক পরীক্ষার্থী শহরের মহেশতলা থেকে বাগবাজারে পরীক্ষা দিতে এসেছিলেন। তবে সময়মত পরীক্ষাকেন্দ্রে আসতে না পাড়ায় পরীক্ষায় বসার অনুমতি পেলেন না তিনি। আবার নাজমা খাতুন নামে বহরমপুরের এক পরীক্ষার্থী সামসেরগঞ্জে টেট পরীক্ষা দিতে আসার সময় অসুস্থ হয়ে পড়ায় বর্ধমান হাসপাতালে ভর্তি হন। ফলে আজ আর পরীক্ষা দেওয়া হলনা তারও।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

TET: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, শুভেন্দুকে কড়া জবাব ব্রাত্য বসুর। এম ভার‍ত নিউজ

অন্যদিকে আবার টেট নিয়ে বিভ্রান্তির খবর শোনা গেল।

Subscribe US Now

error: Content Protected