কোভিড আক্রান্ত বরুণ এবং নীতু, বন্ধ `যুগ যুগ জিও`-র শ্যুটিং । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 55 Second

করোনা পজেটিভ বলিউডের অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী নীতু কাপুর। রিপোর্ট পজিটিভ এসেছে পরিচালক রাজ মেহতারও। সম্প্রতি ‘যুগ যুগ জিও‘ নামে একটি সিনেমার শ্যুটিংয়ে কাজ করছিলেন তিনজনেই। স্বাভাবিকভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্যুটিংয়ের কাজ।

রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় বরুণ ধাওয়ান, নীতু কাপুর ছাড়াও রয়েছেন অনিল কাপুর, কিয়ারা আডবাণী ও প্রযক্তা কোলি। সূত্রের খবর, করোনায় আক্রান্ত অনিল কাপুর। তবে তাঁর দাদা বনি কাপুর এই খবর অস্বীকার করে জানিয়েছেন, অনিলের রিপোর্ট নেগেটিভ। তিনি মুম্বইয়ে ফিরে আসছেন। ফিল্মের লিডিং অভিনেত্রী কিয়ারা আডবাণীরও রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

গত নভেম্বরে প্রথমবার এই ছবির আউটডোর শ্যুটিং-এ বেরিয়ে দলের সদস্যদের নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন নীতু কাপুর। সেইসময় ক্যাপশনে তিনি লিখেছিলেন, “এই ভয়ের সময়ে আমার প্রথম উড়ান। এই সফরের আগে নার্ভাস। আমরা সবাই কোভিড পরীক্ষা করিয়েছি এবং সুরক্ষিত। ছবি তোলার সময় মাস্কটা খুলেছি।” যুগ যুগ জিও-তে দেখা যাবে বরুণ ও কিয়ারার কেমিস্ট্রি। শ্যুটিং-এর একটি ছবি পোস্ট করে কিয়ারা ক্যাপশনে লিখেছিলেন, ‘হ্যাপি হাসব্যান্ড, হ্যাপি লাইফ।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জেলা নেতৃত্বর বৈঠকে নাম না করে খোঁচা শুভেন্দুকে । এম ভারত নিউজ

বৃহস্পতিবারই তৃণমূলের তরফে জানানো হয়েছে শুভেন্দু প্রসঙ্গে আর কোনও আলোচনা নয়। এবার নাম না করে শুক্রবার শুভেন্দুকে খোঁচা দিলেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে বার্তা দেন তাঁর অনুগামীদেরও। এদিন জেলার নেতা, সাংসদ ও বিধায়কদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শুভেন্দুর নাম না করে তিনি বলেন, “যারা লুঠেরাদের সঙ্গে […]

Subscribe US Now

error: Content Protected