রাত পোহালেই পুরভোট ত্রিপুরায়, জারি কড়া সতর্কতা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 9 Second

রাত পোহালেই পুরভোট ত্রিপুরায়। প্রতিবেশী রাজ্যের পরিস্থিতি পুরভোটের আগে থেকেই বেশ উত্তপ্ত। বৃহস্পতিবার ভোটগ্রহণ হবে আগরতলা সহ ত্রিপুরার সবকটি পুরসভা কেন্দ্রেই। তার আগেই নির্বাচন কমিশন সব ভোটগ্রহণ কেন্দ্রকে চিহ্নিত করল স্পর্শকাতর হিসেবে ।

ত্রিপুরা রাজ্যের নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে মোট ৬৪৪টি কেন্দ্রের মধ্যে ৩৭০টিকেই । বাকি ২৭৪টি ভোটগ্রহণ কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে স্পর্শকাতর হিসাবে। জানা গিয়েছে, ত্রিপুরা সশস্ত্র বাহিনীর পাঁচ জন করে জওয়ান অতি স্পর্শকাতর ভোটকেন্দ্রের প্রতিটিতে উপস্থিত থাকবেন । অন্যদিকে, স্পর্শকাতর কেন্দ্রগুলিতে ত্রিপুরা স্টেট রাইফেলসের চারজন করে জওয়ান উপস্থিত থাকবেন। এর মধ্যে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে আগরতলা পুরসভায় বুথগুলির জন্য। সেখানে কোনও পোলিং স্টেশনের মধ্যে থাকা একাধিক বুথের জন্য আলাদা করে মোতায়েন থাকবে ত্রিপুরা স্টেট রাইফেলস ।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার ত্রিপুরার ডিজিপি, আইজি, রাজ্য নির্বাচন কমিশনকে বৈঠকের মাধ্যমে রাজ্যে শান্তি সুনিশ্চিত করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করার জন্য আর কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাও জানাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপি বিধায়কের ভাইকে অপহরণের অভিযোগ । এম ভারত নিউজ

বিজেপির মিছিলে হামলা চালানোর ঘটনায় এবার তুমুল উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল থেকে ফেরার পথেই হামলা হয় বলে অভিযোগ। বিজেপি নেতৃত্বের দাবি, অন্তত ৩০-৪০ জন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে এই মিছিলে। শুধু তাই নয়, কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের […]

You May Like

Subscribe US Now

error: Content Protected