Corona Update : করোনা-কবলে বিশ্ব, এখনও সংকটে বহু দেশ । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 36 Second

দেশের করোনা পরিস্থিতি স্থিতিশীল হলেও বিশ্বের করোনা পরিস্থিতি যেন ভয় আরও বাড়িয়ে দিচ্ছে । ৩১ মার্চ থেকে সমস্ত কোভিডবিধি তুলে নেওয়ার ঘোষণা করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও চলতি বছরের অগাস্ট মাসেই দেশে চতুর্থ ঢেউয়ের আঘাত হানার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনা হানার দু’বছরে মধ্যে এবার সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে চিনে । করোনার সুস্থতার দিক থেকে যে দেশ সবচেয়ে এগিয়ে ছিল এখন সেই দেশেই যেন মারাত্মক রূপ ধারণ করেছে এই ভাইরাস । চিনে এখনও পর্যন্ত মোট ২০টি প্রদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা ও লকডাউন জারি রয়েছে। ইতিমধ্যেই মোট আক্রান্তে ১০ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে সেখানে। ওদিকে সংকটজনক অবস্থাতে রয়েছে ব্রিটেন । ফের সংক্রমণ বেড়েছে সে দেশে । মনে করা হচ্ছে ওমিক্রণের দাপটেই এই বাড়বাড়ন্ত । এক সপ্তাহের মধ্যে প্রায় কয়েক লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আবার দক্ষিণ কোরিয়ার অবস্থাও অত্যন্ত চিন্তনীয় । সেখানে আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ১৮ হাজার ১৩০ জন, মৃত্যু হয়েছে ২৮২ জনের৷ তবে আগের থেকে কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কয়েকদিন আগেও ৪ লক্ষ ছিল। এখন তা কমে ৩ লক্ষের কোটায় এসেছে। ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৬,১৮৭ এবং সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ বলেই জানা গিয়েছে । এর মাঝেই আশঙ্কা বাড়াচ্ছে বিশেষজ্ঞ মহলের বার্তায় । তাঁদের একাংশের আশঙ্কা, চলতি বছর জুনের মাঝামাঝি সময়ে ভারতে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। অন্যদিকে কর্ণাটকের স্বাস্থ্য এবং স্বাস্থ্যশিক্ষা দফতরের মন্ত্রী ডাক্তার কে সুধাকরমনে করছেন,  চলতি বছরের অগাস্ট মাসেই দেশে চতুর্থ ঢেউ আঘাত হানাতে পারে।  

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাংলার বিজেপি সাংসদদের নিজ বাসভবনে আমন্ত্রণ মোদির । এম ভারত নিউজ

আগামী বুধবারই বাংলার বিজেপি সাংসদদের নিজ বাসভবনে ডেকে পাঠালেন মোদি । জরুরী বৈঠকের সম্ভাবনা । আজ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, “আগামী বুধবার প্রধানমন্ত্রী বাংলার ১৭ জন সাংসদকে দিল্লিতে নিজের বাসভবনে ডেকে পাঠিয়েছেন। সকলেই ওই বৈঠকে অংশ নেবেন । বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা প্রধানমন্ত্রী বাংলার বিজেপি সাংসদদের মুখ থেকে […]

Subscribe US Now

error: Content Protected