অরুণাচল সীমান্তে বিশেষ নজর ভারতীয় সেনার । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:1 Minute, 54 Second

লাদাখ হোক বা অরুণাচল , সব জায়গাতেই এলএসির ওপারে আধিপত্য বাড়াচ্ছে পিপল্‌স লিবারেশন আর্মি। মঙ্গলবার ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেনান্ট জেনারেল মনোজ পাণ্ডের তরফে জানানো হয়েছে যে, এলএসি বরাবর চীন সেনার গতিবিধি বেড়েছে। প্রশিক্ষণও চলছে। তাই আর বসে থাকতে রাজি নয় ভারতীয় সেনাও। ভারতীয় সেনার তরফে এবার লাদাখের পর বিশেষ নজর দেওয়া হলো অরুণাচল সীমান্তে। ঢেলে সাজানো হলো সেখানকার নিরাপত্তা ব্যবস্থা।

অরুণাচল প্রদেশ এবং সিকিমে ১ হাজার ৩৪৬ কিলোমিটার দীর্ঘ ভারত-চীন সীমান্ত রয়েছে। ইতিমধ্যেই,সেনাবাহিনীর তরফে অত্যাধুনিক প্রযুক্তির আমদানি করা হচ্ছে সেখানে নজরদারি বাড়ানোর জন্য। সামরিক পরিকাঠামো উন্নয়নকে জন্য নির্মাণ কাজ চলছে। উপগ্রহের মাধ্যমে ওই এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি থাকছে ইজরায়েলের হেরন মার্ক-২ ড্রোন। এই ড্রোন পর্যবেক্ষণ করবে এলএসি।

লাদাখ থেকে অরুণাচল প্রদেশে সেনা যাতে সহজে যাতায়াত করতে পারে, সেজন্য সড়ক এবং সুড়ঙ্গপথ তৈরি করা হচ্ছে। এতে যাতায়াত আরও মসৃণ হবে। তাওয়াঙে নানা রকম নির্মাণকাজ চলছে সেনার সুবিধার জন্য । অরুণাচল প্রদেশের সেনাঘাঁটিতে মোতায়েন করা আছে এম৭৭৭ হাউইৎজার এবং চিনুক হেলিকপ্টারও ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপির সঙ্গে জোট গঠনে ইচ্ছুক পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এম ভারত নিউজ

এবার নিজের নতুন রাজনৈতিক দল গড়তে চলেছেন পাঞ্জাবের গদিচ্যুত প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। আগেই কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এবার সাফ জানিয়ে দিলেন, নতুন দল গড়ে ২০২২-এর পঞ্জাব বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করতে চলেছেন তিনি। অর্থাৎ কংগ্রেসের হাত ছেড়ে এবার পদ্ম শিবিরের দিকেই ঝুঁকেছেন ক্যাপ্টেন। যদিও ক্যাপ্টেন […]

Subscribe US Now

error: Content Protected