কার্যকরী হল না রোনাল্ডো ম্যাজিক, ছিটকে গেল পর্তুগাল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 49 Second

ইউরো কাপে নক্ষত্রপতন। প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। বেলজিয়ামের কাছে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল। ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন থোরগান অ্যাজার। পর্তুগাল বক্সের বাইরে ডানদিকে বল বাড়িয়েছিলেন ম্যুনিয়ের। সেই পাস ধরে ডান পায়ের ইনস্টেপে জোরাল শট জালে জড়িয়ে দেন অ্যাজার। পর্তুগালের গোলকিপার প্যাট্রিসিওকে হার মানান। বাকি ম্যাচে বারবার চেষ্টা করেও সেই গোল আর পরিশোধ করতে পারেনি পর্তুগাল। তাদের একাধিক আক্রমণ গোলমুখে প্রতিহত করেন বেলজিয়ামের গোলকিপার থিবো কুর্তুয়া। যিনি রবিবার কার্যত দুর্ভেদ্য ছিলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্রি কিকও দুরন্ত ক্ষিপ্রতায় বাঁচান কুর্তুয়া।

ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো কাপে বেলজিয়ামের বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে এক গোল করলেই আন্তর্জাতিক ফুটবলে বিশ্বের সর্বকালের সেরা স্কোরার হওয়ার সুযোগ ছিল সিআরসেভেনের সামনে।
জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোল করার নজির ছিল ইরানের আলি দাইয়ের। ১০৯টি গোল করেছিলেন দাই। চলতি ইউরো কাপে ফ্রান্সের বিরুদ্ধে গ্রুপ এফ-এর শেষ ম্যাচে জোড়া গোল করে আলি দাই-কে স্পর্শ করেছিলেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে তাঁরও ১০৯টি গোল হয়ে গিয়েছে। বেলজিয়ামের বিরুদ্ধে একটি গোল করলেই বিশ্বের সর্বকালের সেরা স্কোরার হয়ে যেতেন সিআরসেভেন। তবে সেই রেকর্ড আর তৈরি করা সম্ভব হয়নি রোনাল্ডোর পক্ষে। ম্যাচ হেরে বিষণ্ণ মুখেই মাঠ ছাড়তে হয় তাঁকে।

রবিবার রাতের ম্যাচ ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর বনাম গতবারের ইউরো চ্যাম্পিয়নদের দ্বৈরথ ছিল। বেলজিয়াম এখন ফিফা ক্রমপর্যায়ে বিশ্বের এক নম্বর দল। আর পর্তুগাল গতবারের চ্যাম্পিয়ন। গোল খেয়ে পিছিয়ে পড়ার পর বেলজিয়াম রক্ষণের ওপর ক্রমাগত চাপ রেখে গিয়েছিল পর্তুগাল। বারবার আক্রমণ করেছেন রোনাল্ডোরা। কিন্তু গোলমুখ খুলতে পারেননি। ৮৩ মিনিটে গেরেইরোর শট বেলজিয়ামের পোস্টে ধাক্কা খেয়ে ফিরে আসে। শেষ আটে ইতালির সামনে বেলজিয়াম। তবে রবের্তো মার্তিনেসের দলকে চিন্তার রাখবে দলের দুই সেরা অস্ত্র অ্যাডেন অ্যাজার ও কেভিন দি’ব্রুইনের চোট। দুই তারকাকেই রবিবার তুলে নিতে বাধ্য হয়েছিলেন মার্তিনেস।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

৮ মাস পরেই আসবে করোনার তৃতীয় ঢেউ, দাবি ICMR এর । এম ভারত নিউজ

করোনার তৃতীয় ঢেউ নিয়ে অবশেষে আশার আলো দেখালেন বিশেষজ্ঞরা। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে হাতে রয়েছে ৬ থেকে ৮ মাস সময় এমনটাই দাবি আইসিএমআর এর। তাদের নতুন একটি গবেষণায় সামনে এসেছে এহেন তথ্য। আইসিএমআর এর দাবি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে ৬থেকে ৮ মাস পর। এর আগেই শিশুদের টিকাকরণ সেরে […]

Subscribe US Now

error: Content Protected