ভেঙ্গে পড়ল মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ারের একাংশ। এম ভারত নিউজ

admin
1 0
Read Time:2 Minute, 31 Second

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- শিল্প ,সভ্যতা ও সংস্কৃতি- আলাদা করে কখনোই কোনও বিষয়ই হয়ে উঠতে পারিনি পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয় গুলির পাঠ্যপুস্তকের। আর সেই পশ্চিমবঙ্গেই অনাদরে অবহেলায় ধ্বংসপ্রাপ্ত হচ্ছে অজস্র ঐতিহাসিক স্থাপত্য। হঠাৎই বিকট শব্দ, আর তারপরেই আচমকা ভেঙ্গে পড়ল শতাব্দীপ্রাচীন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ারের একাংশ। রাজবাড়ীর কর্মচারীরা জানিয়েছেন ,গতকাল সন্ধে সাতটা নাগাদ হঠাৎ ভেঙে পড়ে এই অংশটি। সেই সময় ওই স্থানে কেউ না থাকার কারণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যদিও রাজবাড়ির ওই কর্মচারীর সূত্রেই জানা গিয়েছে, দীর্ঘ কয়েক দিন ধরে, রাজবাড়ীর সিংহদুয়ারের ওই প্রান্ত দিয়ে একটি গাছ বড় আকার ধারণ করেছিল। যার ফলে ক্রমাগত চওড়া হতে থাকে ফাটল, এবং তার জেরেই এই শতাব্দী প্রাচীন রাজবাড়ীর সিংহদুয়ার ধুলিস্যাৎ হয়ে যায় ।

গত কয়েক বছর আগে রাজ্য সরকারের হেরিটেজ দপ্তরের তরফ থেকে এই সিংহদুয়ার সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু তা মাঝপথেই থমকে যায়। স্থানীয় মানুষজনের দাবি সংরক্ষণ না হওয়ার কারণেই আজ এই ধরনের ঘটনা ঘটল। তাদের দাবি দ্রুত এই ঐতিহ্যবাহী সিংহদুয়ার সংস্কার করা হোক। উল্লেখ্য, রাজবাড়ির ইতিহাসের পাশাপাশি বেশ কিছু বড় ছায়াছবির কাজ হয়েছে এই সিংহদুয়ার থেকেই। এই সম্বন্ধে এক রাজবাড়ীর পরিচারক স্বপন চক্রবর্তী বলেন, ‘বহু ইতিহাস জড়িয়ে আছে এই রাজবাড়ীতে। তবে সংস্করণে কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে । কিন্তু সংস্করণের মাঝেই বন্ধ হয়ে যায় কাজ। আমরা চাই খুব দ্রুততার সহিত কাজ করা হোক।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজস্থানে বাল্যবিবাহ বিলের জেরে রণক্ষেত্র বিধানসভা। এম ভারত নিউজ

বাল্যবিবাহের নিরিখে দেশের প্রায় প্রথম সারিতেই আসে রাজস্থানের নাম। এবার রাজস্থানের বিধানসভায় পাশ হল শিশু বিবাহ নথিভুক্তিকরণ বিল। যার প্রতিবাদে ওয়াকআউট করলেন বিজেপির বিধানসভার সদস্যরা। শুক্রবার বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয় রাজস্থান বাধ্যতামূলক বিবাহ নথিভুক্তিকরণ (সংশোধনী) বিল ২০২১। এই বিলের আইন মোতাবেক কোনও নাবালিকার বিয়ের ৩০ দিনের মধ্যে বিবাহ সংক্রান্ত […]

You May Like

Subscribe US Now

error: Content Protected