অমিত শাহের পশ্চিমবঙ্গ ছেড়ে যাওয়ার কয়েকঘন্টা পার হতে না হতেই বাঁকুড়ায় বিভীষণ হাঁসদার বাড়িতে গেলেন তৃণমূল নেতা কর্মীরা। শুধু তাই নয়, শনিবার হাঁসদা পরিবারের হাতে তুলে দেওয়া হল চাল, কাপড় ও কিছু আর্থিক সাহায্য। যদিও গৃহকর্তা বিভীষণবাবু জানিয়েছেন, NGO-র নাম করে চাল, কাপড় দিয়ে ছবি তুলে নিয়ে গিয়েছে তৃণমূল নেতারা। প্রসঙ্গত বৃহস্পতিবার ওই পরিবারেই মধ্যাহ্নভোজ সেরেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এরআগে ২০১৭ সালে উত্তরবঙ্গে যে গীতা মাহালির বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন বৃহস্পতিবার সেই গীতা মাহালিকে হোমগার্ডের চাকরি দেয় তৃণমূল। দুটি ঘটনায় বেশ শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে রয়েছে। অহেতুক অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। এদিকে, শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ” অমিত শাহ গীতা মাহালির বাড়িতে মধ্যাহ্নভোজ করায় ভালই হয়েছে, রাজ্য সরকার যদি এমন করে তবে কোথায় কোথায় আমরা খাবার খাবো তা লিস্ট তৃণমূলকে দিয়ে দেব, তাতে মানুষেরই উপকার হবে”।