দিনভর অশান্তি নির্বাচন কেন্দ্রে, জানুন বিস্তারিত । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:3 Minute, 13 Second

আজ মঙ্গলবার বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এল । আসানসোলের বারাবণীতে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ৷ এমন কি, বিজেপি প্রার্থীর গাড়িতেও তুমুল হামলা করা হয় বলে অভিযোগ ৷ বাঁশ, লাঠি দিয়ে হামলা করা হয় অভিযোগ । পর পর দু’টি গাড়িতেই হামলা চালায় দুষ্কৃতিরা । পাশাপাশি বিক্ষোভকারীদের সরাতে প্রার্থীর নিরাপত্তারক্ষীরাও মারধর করেন বলে অভিযোগ জানাচ্ছেন স্থানীয়রা ৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে খালি হয়ে যায় বালিগঞ্জ বিধানসভা আসনটি। অন্যদিকে প্রাক্তন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সময় পদত্যাগ করেন আসানসোল লোকসভা আসন থেকে। সেই কারনে খালি হয়ে যায় ওই আসনটিও । আর এই দুই আসনেই আজ সকাল থেকে চলছিল উপনির্বাচন । শেষ মুহূর্তের পাওয়া খবর অনুযায়ী আসানসোলে ৬৪ এবং বালিগঞ্জে ৪১ শতাংশ ভোট পড়েছে । এদিন আসানসোলে ভোটের নিরাপত্তার দায়িত্বে ১২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও আজ নানান অশান্তির খবরের জন্য বার বার শিরোনামে উঠে এসছে এই কেন্দ্রের নাম । এছাড়াও ৫১ শতাংশ বুথে ওয়েব কাস্টিং ব্যবস্থা রাখা হয়েছিল । এদিকে বালিগঞ্জে মোতায়েন করা ছিল ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬.৩০অবধি চলে ভোট গ্রহণ পর্ব । বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী সদ্য দলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপি প্রার্থী কেয়া ঘোষ এবং সিপিএমের প্রার্থী সায়রা হালিম । অন্যদিকে আসানসোলে তৃণমূলের তরফে লড়ছেন শত্রুঘ্ন সিনহা, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং সিপিএম থেকে লড়ছেন পার্থ মুখোপাধ্যায় । সকাল থেকে এই দুই কেন্দ্রে বিক্ষোভের ঘটনা ঘটে । যার ফলে একে অপরকে দোষারোপ করতে ছাড়েনি কোনও রাজনৈতিক দলই । অন্যদিকে আসানসোলে রাজ্য পুলিশের উপর রিগিং-এর অভিযোগ তোলেন অগ্নিমিত্রা পাল । যদিও কমিশনের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয় ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

Jhalda Murder Case: সিবিআই-এর হাতে গ্রেফতার ১ । এম ভারত নিউজ

ঝালদা খুনে নয়া মোড় । সিবিআই এর হাতে গ্রেফতার ১ । ঝালদার অস্থায়ী ক্যাম্পে দীর্ঘ জেরার পর অবশেষে সিবিআই হোটেল মালিক সত্যবান পরমানিককে গ্রেফতার করে । কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় এই সত্যবানেরই বড় ভূমিকা রয়েছে বলেই জানানো হয়েছে । জানা গিয়েছে, ঝালদার একটি হোটেলে বসেই তাপন কান্দুকে খুনের পরিকল্পনা […]

Subscribe US Now

error: Content Protected