বিশ্ব অ্যাথলেটিক্সে রৌপ্য পদক অর্জন ঝাঁসির মেয়ের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 58 Second

বিশ্ব অ্যাথলেটিক্সে নয়া সাফল্য ভারতের । আজ লংজাম্পে রৌপ্য পদক অর্জন করল ঝাঁসির মেয়ে শৈলী সিং। নাইরোবিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবার তুলনামূলক ভালো ফল ভারতের। আজ লংজাম্পে ৬.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় স্থান অধিকার করে ঝাঁসির এই মেয়ে। জানা যায় মাত্র ১ সেন্টিমিটারের জন্য স্বর্ণপদক অর্জন করা থেকে বিফল হয় সে। আজ এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সুইডেনের ১৮ বছরের মাজা আসকাগ। ৬.৬০ মিটার লাফিয়ে এই স্থান অধিকার করে স্বর্ণ পদক জয় করে সে। প্রসঙ্গত উল্লেখ্য ঝাঁসির এই রৌপ্য কন্যার জীবন সংগ্রাম বেশ কিছুটা কঠিন। সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে তাঁর মা। বর্তমানে ব্যাঙ্গালোরের অঞ্জু ববি জর্জের কাছে প্রশিক্ষণ নিচ্ছে সে।

প্রসঙ্গত উল্লেখ্য, আজকের এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় চেষ্টায় পরপর দুবার ৬.৩৪ মিটার লাফায় সে। তৃতীয় চেষ্টাতে একেবারে ৬.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে ভারতের এই মেয়ে। তবে চতুর্থ ও পঞ্চম চেষ্টা তাঁকে স্বর্ণ অর্জন করাতে সহায়তা করতে পারেনি । মূলত ফাউল হওয়ার কারণেই সেই দুই চেষ্টার ফলাফল যোগ করা সম্ভব হয়নি। তবে রৌপ্য পদক অর্জন করে বেশ খুশি শৈলী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

লক্ষ্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ , পায়ে হেঁটে শ্রীনগর থেকে দিল্লি ! । এম ভারত নিউজ

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় ভক্ত ফাহিম নাজির শাহ। আর তার প্রমাণ দিতে গিয়ে শ্রীনগর থেকে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলেন তিনি। ফাহিম নাজির শাহ পেশায় একজন পার্টটাইম ইলেকট্রিশিয়ান । মূল উদ্দেশ্য দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া আর সেই কারণেই ইতিমধ্যেই শ্রীনগর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। শ্রীনগর থেকে দিল্লির […]
politics

Subscribe US Now

error: Content Protected