0
0
Read Time:1 Minute, 6 Second
সদ্য করোনাকে জয়ী করে বাড়ি ফিরেছেন পোড় খাওয়া রাজনীতিবিদ তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই শনিবার তমলুকের বর্গভীমা মন্দিরে সন্ধ্যারতির সময় মাকে দর্শন করতে মন্দিরে যান তিনি। এদিন সন্ধ্যায় কয়েকজন অনুগামীকে নিয়ে আচমকা মন্দিরে হাজির হন। বেশ কয়েক মাস নিজেকে দলীয় কর্মসূচি থেকে দূরে রেখেছেন তিনি। এই নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চাও হয়। এরই মাঝে গত মাসেই করোনা আক্রান্ত হন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। তাঁর দ্রুত আরোগ্য কামনায় অনুগামীদের যজ্ঞ থেকে পুজোও করতে দেখা যায়। অবশেষে 12 দিনের মাথায় সুস্থ হয়ে এদিন হঠাৎই বর্গভীমা মন্দিরে হাজির হন।