Read Time:49 Second
সুশান্তের মৃত্যুর ঠিক ৬ দিন আগে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন এক্স ম্যানেজার দিশা ৷ ইতিমধ্যে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল দিশার এক পুরনো ভিডিও ৷ যেখানে দেখা গেল রেশমি দেশাই, গুরমিত চৌধুরীর সঙ্গে হিন্দি গানের মন খুলে নাচছেন দিশা ৷ প্রশ্ন, কি এমন হল যে হাসি-খুশি দিশা আত্মহত্যা করলেন । তবে সত্যি আদৌ সুশান্তের মৃত্যুর সাথে দিশার মৃত্যুর কোন সম্পর্ক আছে কিনা তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ ।
