রাজনীতিতে প্রবেশের কথা ছিল ২০২১, তাও আবার নিজের তৈরি দল নিয়ে এবং তার আনুষ্ঠানিক ঘোষণা করার কথা ৩১ শে ডিসেম্বর। জিতবো আমরাই, জানিয়েছিলেন অভিনেতা। জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ করবেনা দল, কাজ চলবে পুরোদমে। এই কথাটিতে খুশি হয়েছিলেন তার অনুরাগীরা । গোটা দক্ষিণ ভারতের ভক্তরা চেয়েছিলেন আন্নাকে দেখতে এই রাজনীতির দুনিয়ায়।
তবে আজ এক উল্টো সুরে গান গাইলেন রজনীকান্ত। হাসপাতাল থেকে মুক্তি পেয়ে সাংবাদিক বৈঠকে তিনি জানালেন রাজনীতিতে পা রাখছেন না তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন রাজনীতি না করে ও সাধারণ মানুষের পাশে থাকা যায় তার জন্য কোন দল লাগেনা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় কারোর প্রয়োজনে।
তিনি আরো বলেছেন , আন্নাথের শুটিং করতে গিয়ে তারা যে শারীরিক অবনতি ঘটে ছিল এবং তিনি যে কষ্টের মধ্য দিয়ে গেছেন তারপরে কোনভাবেই রাজনীতিতে পা দেওয়া সম্ভব নয় বলেই মনে করছেন। তিনি মনে করেন তার এই অসুস্থতায় কোন দৈবিক নির্দেশ আছে। তাই তিনি তাঁর অনুরাগীদের থেকে করজোড়ে ক্ষমা চেয়ে নিয়েছেন তার এই সিদ্ধান্তের জন্য