Read Time:1 Minute, 13 Second
জনপ্রিয় সিনেমা ১৯৯১ সালের ‘সড়ক’ মনের মধ্যে জায়গা করে নিয়েছিল বহু মানুষের । তারপরই এর সিক্যুয়েল ‘সড়ক-২’ আসছে বলে ঘোষণা করেন পরিচালক মহেশ ভাট, আগ্রহ বাড়তে শুরু করে দর্শকদের মনে । সড়ক-২ তে অভিনয় করছেন সঞ্জয় দত্তের সঙ্গে আলিয়া ভাট এবং আদিত্য রয় কাপুর । সবই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাত ঘতে যায় সুশান্তের এই দুঃখজনক ঘটনা । সুশান্তের মৃত্যুকে ঘিরে উঠে আসে স্বজন পোষনের নানা কথা । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সড়ক টু-কে বলিউড স্বজনপোষণের ফসল বলেই মনে করেন দর্শকের একাংশ । এমনকী, সড়ক টু কেউ দেখবেন না বলেও মন্তব্য করেন তাঁরা । সেই কারনেই ‘সড়ক ২’-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর লাইকের থেকে ডিসলাইকের সংখ্যাই বেশি । কয়েক ঘণ্টার মধ্যেই তা পৌঁছে যায় প্রায় ১ মিলিয়নে।
