Read Time:1 Minute, 7 Second
পূর্ব মেদিনীপুরে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের দূরমুঠ এলাকায়। ঘটনায় আহত হন একাধিক যাত্রী। জানা গিয়েছে, আজ সকালে কলকাতা থেকে দিঘার দিকে যাচ্ছিল এই বাসটি। সেইসময় উল্টো দিক থেকে আসা একটি চার চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি উল্টে যায় পাশের নয়ানজুলিতে।

ঘটনায় আহত হন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয়দের তৎপরতায় তাঁদেরকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে মরিশদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
