নির্মীয়মান ফ্লাইওভারের অংশবিশেষ ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ভাইজ্যাকে। জানা যায় রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে করতে হঠাৎই মাথার উপর ভেঙ্গে পড়ে এই ফ্লাইওভারটি। ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের ভাইজাকের আনাকাপল্লিতে। জানা যায় এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সাধারণ মানুষের কল্যাণের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পটি পরিচালনা করা হচ্ছিল। যার ফলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকদের ওপরে গাফিলতির অভিযোগ উঠেছে।

জানা যায়,ঘটনার ফলে ফ্লাইওভার চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের। এছাড়াও গুরুতর জখম অবস্থায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও পাঁচজনকে। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণকারী উড়ালপুলে, দুটি গার্ডার ভেঙ্গে বড় বিপত্তি ঘটেছে। এছাড়া এর পিছনে আরও কোন কারণ আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।