Read Time:1 Minute, 17 Second
রাষ্ট্রপুঞ্জের এই ভার্চুয়াল সভায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর,ভারতে শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল। প্রধানমন্ত্রী এদিন বলেন,”অতিমারীর সময়ে ভারতের ওষুধ শিল্প ১২৫-টিরও বেশি দেশে জরুরি পথ্য পাঠিয়েছে।” ভারতেও ভ্যাকসিনের ট্রায়াল চলছে, সে কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য দেশে টিকা রাখার হিমঘর তৈরি ও মজুত বাড়ানোর ক্ষেত্রেও সহযোগিতা করবে ভারত।”
কারণ একাধিক করোনা ভ্যাকসিনের পরীক্ষা হচ্ছে ভারতে। করোনা মোকাবিলায় ভারতের পদক্ষেপ নিয়েও সাধুবাদ জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। যদিও সংক্রমণে এখন দ্রুত এগিয়ে চলেছে ভারতে।
