রাজ্যে ফের বর্ধিত করা হল কার্যত লকডাউন। করোনাকালীন কঠিন পরিস্থিতিতে এখনই ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। আর সেই কারণেই আগামী ৩১ শে জুলাইয়ের পরিবর্তে ১৫ ই আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হল কার্যত লকডাউন। নবান্নের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত এই লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হল। পাশাপাশি নবান্ন সূত্রে খবর এখনই লোকাল ট্রেনের বিষয়ে কোনো চিন্তা-ভাবনা করা হচ্ছে না।

প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বে নির্ধারিত নিষেধাজ্ঞায় বিশেষ কোনো পরিবর্তন না আনলেও সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। কোনো বদ্ধ পরিসরের মধ্যে যদি কোনো সরকারি অনুষ্ঠান করা হয়, সেক্ষেত্রে ৫০ জন মানুষকে উপস্থিতির জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে। এছাড়া সরকারি এবং বেসরকারি বিভাগীয় অফিস গুলোর কাছে আবেদন জানানো হয়েছে আগামী দিনে যতটা সম্ভব ওয়ার্ক ফর্ম হোমের মাধ্যমে কাজ করানোর জন্য। এছাড়া রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত রাজ্যে নাইট কারফিউ জারি করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যে এই বিষয়ে সমস্ত জেলার পুলিশ সুপারদেরকে আবেদন জানানো হয়েছে। নাইট কারফিউর বিষয়টির ওপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলা প্রশাসন গুলিকেও।

উল্লেখ্য রাজ্য সরকারের পাশাপাশি এই বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্র সরকার। গতকাল কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকেও কার্যত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সরকারের তরফ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে কার্যত লকডাউন জারি করা হয়েছে। রাত্রি ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকছে। মূলত সংক্রমণ কমে গেল অসচেতনতা, আগামী দিনে তৃতীয় ঢেউয়ের সম্মুখীন হতে পারে গোটা দেশ। আর সেই কারণেই তড়িঘড়ি এই ব্যবস্থা নেওয়া হল রাজ্য সরকারের তরফে।