
সেচের জলের দাবিতে পথ অবরোধ করলেন খাতড়া এলাকার কৃষকরা। বৃহস্পতিবার সকাল থেকে বাঁকুড়ার সিমলাপাল-খাতড়া রাস্তার অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় ধারগ্রাম, ডুমরিকোল, সাবুবাইদ, চাকা, বেনা, ডাকাই, দহলা গ্রামের প্রায় ৫০০ জন কৃষক। তাঁদের অভিযোগ, সেচ দফতরের ঘোষণা অনুযায়ী মুকুটমনিপুর জলাধার থেকে সেচের জল ছাড়া হলেও ওই জলাধার থেকে সামান্য দুরে থাকা এলাকার কৃষকরা সেচের জল পাচ্ছেন না। ফলে রবিচাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। আর তাই এদিন সেচের জলের দাবিতে বিক্ষোভ দেখান।

এদিন অবরোধকারী শান্তিনাথ পাত্র বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী ১৮ জানুয়ারি কংসাবতী জলাধার থেকে জল ছাড়া হলেও সেই জল ঢিল ছোড়া দুরত্বে পাবড়ার ওপর দিয়ে গেলেও সিমলাপাল এলাকার কোন চাষের জমিতে জল পৌঁছাচ্ছে না। ফলে বিঘার পর বিঘা সবজি সহ অন্যান্য ফসল সেচের জলের অভাবে নষ্ট হতে বসেছে। এ অবস্থায় দাবিপূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এদিকে, দিনের ব্যস্ততম সময়ে পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সিমলাপাল-খাতড়া রোডে। যার জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী গাড়ি। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।