জেলার প্রতিটি অ্যাম্বুলেন্সেই থাকবে অক্সিজেনের ব্যবস্থা, বড় সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 52 Second

প্রতিদিনই রাজ্যে রেকর্ড হারে বেড়ে চলেছে দৈনিক করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংকটজনক অবস্থা দক্ষিণ দিনাজপুর জেলারও। ২০০ ছাড়িয়ে ৩০০র গণ্ডিও পেরোচ্ছে দৈনিক সংগ্রাম। এই করোনা পরিস্থিতিতে মানুষকে আরো ভালো রকম পরিষেবা দিতে দক্ষিন দিনাজপুরে ঢেলে সাজানো হল স্বাস্থ্যব্যবস্থা। দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে নতুন কোভিড ওয়ার্ড চালুর পাশাপাশি জেলার প্রতিটি অ্যাম্বুলেন্সে অক্সিজেন পরিষেবার বাধ্যতামূলক করল স্বাস্থ্য দপ্তর দক্ষিণ দিনাজপুরের জেলা জুড়ে সমস্ত অ্যাম্বুলেন্সের তালিকা বের করে তাতে অক্সিজেন পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে বলেই খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে। জানা যাচ্ছে, জেলায় যে আঠারোটি অ্যাম্বুলেন্সকে জরুরি পরিষেবার ভিত্তিতে ব্যবহার করা হয় তার মধ্যে ছয়টি অ্যাম্বুলেন্সকে করোনা রোগী নিয়ে যাওয়া আসার জন্য ব্যবহার করা হচ্ছে।

তিনটি গঙ্গারামপুর ও তিনটি বালুরঘাট মহাকুমার জন্য দেওয়া হয়েছে। বাকি ১২টি অ্যাম্বুলেন্সেও একই পরিকাঠামো রয়েছে। জেলায় ৯১টি নিশ্চয়ই জান হিসেবে ব্যবহার হওয়া অ্যাম্বুলেন্সের বেশির ভাগেই এই অক্সিজেন পরিষেবা নেই বলে জানা গিয়েছে। এই গাড়িগুলির অধিকাংশই মা ও শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া-আসার কাজে ব্যবহৃত হয়। তবে সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের এক নির্দেশিকার জেরে এই গাড়িগুলিতেও অক্সিজেন পরিষেবা চালু রাখার কথা বলা হয়েছে। এই নির্দেশ পেতেই দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য দফতর ওই গাড়িগুলির তালিকা তৈরি এবং অক্সিজেনের পরিকাঠামো গড়ার কাজ শুরু করেছে। এই নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান,” দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। সেদিকে তাকিয়েই সব রকমের প্রস্তুতি সেরে রাখা হচ্ছে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কোভিড পরিস্থিতিতে সেফহোম চালুর উদ্যোগ বেলুড়মঠ কর্তৃপক্ষের । এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল পরিস্থিতি দেশজুড়ে। রাজ্যের কোভিড আক্রান্তের দৈনিক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজারে।এমতাবস্থায় করোনা পরিস্থিতি সামাল দিতে সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলির পাশাপাশি এবার এগিয়ে এল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে আগামী ১ লা জুন থেকে ৫০টি শয্যা বিশিষ্ট সেফ হোম চালুর কথা ঘোষনা করেন […]

Subscribe US Now

error: Content Protected