0
0
Read Time:1 Minute, 3 Second
বৃহস্পতিবারও নারবাল গ্রামের সুখনাগ নালা কাওসা এলাকা থেকে এক জেএমবি জঙ্গির দেহ উদ্ধার হয়। কাশ্মীরের মাটিতে পুলিশ-জঙ্গি সংঘর্ষ চলছেই এরই মধ্যে পুলিশের এনকাউন্টার চলাকালীন গুলি লাগলে একটি নর্দমায় ঝাঁপ দেয় সেই জঙ্গি । নর্দমায় পড়েই মৃত্যু হয় তার । তার কাছ থেকে বিস্ফোরক বোঝাই একটি ব্যাগ উদ্ধার হয়েছে । ব্যাগের মধ্যে থেকে একটি ম্যাগাজিন, একটি চাইনিজ গ্রেনেড, একটি ছুরি, দুটি মোবাইল ফোন, একটি কাশ্মীরী গাউন পাওয়া যায় । তিন দিন আগে কাওসা বুদগাঁও এলাকায় এনকাউন্টার চলাকালীন নিজেকে বাঁচিয়ে পালিয়েছিল এই জঙ্গি। তখন থেকেই তার খোঁজে এলাকায় তল্লাশি চলছিল।