দ্বিতীয় দফার ভোট চলছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে । তার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বৃহস্পতিবার প্রচার সারলেন নরেন্দ্র মোদী । ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার নির্বাচনের দিন রাজনৈতিক উত্তাপের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন তিঁনি । বঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী বলেন – ‘দিদির কারণেই বাংলার কৃষকরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত, কেন্দ্রের তরফ থেকে যে অনুদান পাঠানো হয়েছিল তা সব তৃণমূলের পার্টি অফিসে ঢুকে গেছে আর তারই অপর নাম ‘খেলা হবে’ । প্রধানমন্ত্রীর মুখে ধর্মীয় বার্তাও শোনা গিয়েছে, দিদির দুর্গাপুজোতে আপত্তি এবং জয় শ্রী রাম বললেও আপত্তি তা বাংলার মানুষের জেনে রাখা দরকার বলে কটাক্ষ মন্তব্য করেন নমো । অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে মোদীর মুখে ‘২০০ আসনও পার করে যাবে’ বলতে শোনা গেলো । বঙ্গের মাঠে উন্নয়নের জোয়ার বইবে বিজেপি ক্ষমতায় এলে, সন্ত্রাস, খুনোখুনি এসব বাঙলায় আর বরদাস্ত করা যাবেনা বলেই সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী ।

দ্বিতীয় দফার নির্বাচনে বিজেপির জোয়ার বইতে দেখা গেছে বেশ কয়েকটি জায়গায় । সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিজেপিতে ভোট দিচ্ছেন বহু মানুষ । সুতরাং, ২ মে ভোটের ফলে নিশ্চিত হয়ে যাবে বঙ্গে তৃণমূল সরকারের পুনরাবৃত্তি নাকি বিজেপি সরকারের আগমন ।