শীর্ষ মাওবাদী নেতা গণপতি ওরফে মাপ্পাল্লা লক্ষ্মণ রাওএর আত্মসমর্পণের খবরে তোলপাড় তেলঙ্গানা । শরীর ভালো যাচ্ছে না ৭৪ বছরের বৃদ্ধ মা ও গণপতির । অ্যাসথমা, ডায়াবিটিস এবং হাঁটুর যন্ত্রনায় ভুগছেন তিনি । তাই আত্মসমর্পণের কথা ভাবছেন। গণপতির মাথায় আগেই এক কোটি টাকা দাম ঘোষণা করেছিল পুলিশ । তবে, সেই দাম রাখার উদ্দেশ্য পুরণ হওয়ার আগেই নিজে থেকেই আত্মসমর্পণে এগিয়ে এলেন এই মাও নেতা । পার্টি প্রাক্তন সচিব গণপতি বছর দুয়েক আগে পদত্যাগ করেন। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেও গণপতি শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই সক্রিয় ভাবে দলের কাজকর্মের সঙ্গে যুক্ত নন । ছত্তিসগড় এবং মহারাষ্ট্রে তিনি আত্মগোপণ করে রয়েছেন বলে মনে করা হচ্ছে । পুলিশের কাছে সরাসরি আত্মসমর্পণের কথা না জানালেও চন্দ্রশেখর রাওয়ের ঘনিষ্ঠ কয়েকজন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির নেতার কাছে এ কথা জানিয়েছেন তিনি । তবে এনিয়ে তেলঙ্গানার প্রশাসনিক মহলের কেউই জোর দিয়ে কিছু বলেননি। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিলেন না, ছত্তীসগঢ়ের বস্তারের আইজি সুন্দর রাজ ।
সত্যিই কি আত্মসমর্পণ করছেন মাওবাদী নেতা গণপতি, দেখুন কি বলছে তেলঙ্গানা পুলিশ । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 42 Second