ভ্যাকসিন সরবরাহ নিয়ে আজ ফের কেন্দ্রের সঙ্গে বৈঠকে রাজ্য । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 36 Second

দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। রাজ্যেও উদ্বেগজনক পরিস্থিতি দেখা দিয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই হু-হু করে বাড়ছে। এই সংকটজনক অবস্থায় রাজ্য গত ফেব্রুয়ারি মাসে চিঠি লিখে কেন্দ্রকে জানিয়েছে প্রয়োজনীয় ভ্যাকসিন,অক্সিজেন সহ করোনার চিকিৎসায় ব্যবহৃত একাধিক সরঞ্জাম চেয়ে পাঠিয়েছিলেন| মাননীয়া মুখ্যমন্ত্রীর চিঠির ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব এবং রাজ্যের স্বাস্থ্য অধিকারিকগণ এর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্য|
সূত্রের খবর, আজকের এই বৈঠক থেকেই রাজ্যকে কীভাবে ভ্যাকসিন সরবরাহ করা হবে সেই সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করা হবে। পর্যাপ্ত পরিমাণ রেমডেসিভির, অক্সিজেন এবং অন্যান্য ওষুধপত্রও সরবরাহ নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে।গত ২৪ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কেন্দ্রকে জানানো হয়েছিল যে, রাজ্য বিনামূল্যে করোনার প্রতিষেধক দিতে চাই। সেইজন্য কেন্দ্রের তরফে যেন পর্যাপ্ত ভ্যাক্সিন সরবরাহ করা হয়। এরপর গত রবিবার ফের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী।

চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান যে, করোনা মোকাবিলায় রাজ্যের ৫.৪ কোটি ভ্যাকসিনের প্রয়োজন। তিনি আরও জানান, রাজ্য সরকার মোট ২. ৭ কোটি মানুষকে টিকা দিতে চায়। সেই লক্ষ্যে কেন্দ্রের তরফে রাজ্যকে অন্তত ৫. ৪ কোটি টিকা দেওয়া হোক। তাঁর দ্বিতীয় দাবি, রাজ্যের জন্য পর্যাপ্ত পরিমাণ রেমডিসিভিরের সরবরাহ যেন নিয়মিতভাবে বজায় রাখা হয়। এবং মুখ্যমন্ত্রীর তৃতীয় দাবি, যত দ্রুত সম্ভব রাজ্যের প্রয়োজনমতো অক্সিজেন সরবরাহ করুক কেন্দ্র|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা নিয়ন্ত্রণে সময় লাগবে আরও কয়েক মাস, দাবি 'হু' প্রধানের । এম ভারত নিউজ

২০২০ সালের শুরুর দিক থেকেই করোনায় আক্রান্ত হয়ে নাজেহাল অবস্থা হয় বিশ্ববাসীর। মৃত্যু হয় বহু মানুষের। তারপর কোন রকমের লকডাউন, কারফিউ অন্যান্য সাবধানতা অবলম্বন করে এই বিপদ থেকে কিছুটা রক্ষা পায় দেশগুলি। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে না হতেই সাধারণ মানুষের মধ্যে অসাবধানতা এতটাই বেড়ে যায় যে মাস্কের ব্যবহার একেবারে […]

Subscribe US Now

error: Content Protected