ওমিক্রন হানার মাঝেই সুখবর রাজ্যবাসীর জন্য। জানা যাচ্ছে খুব শীঘ্রই রাজ্যের বাজারে আসছে জাইকভ-ডি ভ্যাকসিন। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারের কাছে এমন বার্তাই পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, মোট সাতটি রাজ্যে পাঠানো হতে চলেছে এই ভ্যাকসিন। জানা যাচ্ছে মোট তিন লক্ষ ডোজ পেতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা কালীন কঠিন পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ কপালে পড়েছে কেন্দ্রসহ রাজ্য সরকার গুলির। আর তার মাঝেই এবার স্বস্তির বার্তা নিয়ে এল এই জাইকভ-ডি ভ্যাকসিন। জানা যাচ্ছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনুমোদন পেলেও এই মুহূর্তে এই ভ্যাকসিন দেওয়া হবে না উল্লেখ্য বয়সী নাগরিকদের । সেক্ষেত্রে সর্বপ্রথম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহার হতে চলেছে এই নয়া ভ্যাকসিন। পরবর্তীতে পরিস্থিতি বুঝেই ১২ থেকে ১৮ বছর বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে এই ভ্যাকসিনের প্রয়োগ করা হবে। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফ থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে ।