নাগাল্যান্ড ইস্যু নিয়ে উত্তাল দেশ, বিবৃতি পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 13 Second

নাগাল্যান্ড ইস্যু নিয়ে উত্তাল দেশ। নাগাল্যান্ডের ১৪ জন গ্রামবাসী মৃত্যুর ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে দেশবাসী। পাশাপাশি সেই ঘটনার প্রভাব দেখা দিয়েছে সংসদের অধিবেশনেও । জানা যাচ্ছে, আজ নাগাল্যান্ড ইস্যু নিয়ে বিবৃতি পেশ করতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে আর সেই ইস্যুতে সর্বপ্রথম লোকসভায় বিবৃতি দেবেন তিনি। আজ বিকেল ৩টেয় লোকসভায় বিবৃতি দেওয়ার কথা রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। পরবর্তীতে বিকেল চারটে নাগাদ বিধানসভায় বিবৃতি পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

প্রসঙ্গত উল্লেখ্য, নাগাল্যান্ডের মন জেলায়, সীমান্তবর্তী তিরু গ্রামে নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয় ১৪ জন নিরাপরাধ গ্রামবাসীর। তারপরই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন দেশের সাধারণ মানুষ । ঘটনা প্রকাশ্যে আসার পরে এই বিষয়ে টুইট করতে দেখা যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে । এমনকি ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি। গতকাল তিনি তাঁর টুইটে লেখেন, ” একটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনায় মন জেলার ওটিং-এ একসঙ্গে এত জন গ্রামবাসীদের মৃত্যু হয়েছে। প্রকৃতপক্ষে এটি একটি অত্যন্ত নিন্দাজনক ঘটনা। সেখানে মৃতদের পরিবারের প্রত্যেক সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এমনকি ইতিমধ্যেই সিট গঠন করে উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে, আইন মেনে বিচার হবে। তবে এই পরিস্থিতিতেও প্রত্যেকের কাছে শান্তিরক্ষার আবেদন জানাচ্ছি।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নাগাল্যান্ড সফরে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল । এম ভারত নিউজ

নাগাল্যান্ড ইস্যুতে ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে দেশ। আর সেই পরিস্থিতিতেই নাগাল্যান্ড সফরে যেতে চলেছে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল । প্রসঙ্গত উল্লেখ্য নাগাল্যান্ডের সীমানা এলাকায় গুলি চালানোর ফলে মৃত্যু হয় ১৪ জন নিরীহ গ্রামবাসীর । ইতিমধ্যেই এই প্রসঙ্গে লোকসভা এবং রাজ্যসভার মুলতুবি প্রস্তাব পেশ করেছে বিরোধী জোট। সকাল দশটা নাগাদ […]

Subscribe US Now

error: Content Protected