0
0
Read Time:1 Minute, 6 Second
গুরগাঁওয়ের এক পর্যটন সংস্থা দিল্লি থেকে সোজা লন্ডন যাওয়ার বাস নামাচ্ছে দেশে । ইনস্টাগ্রামে সেই পরিকল্পনার কথাই জানিয়েছে এই সংস্থা ।বাসে চেপে আমরা অনেকেই অনেক জায়গায় ঘুরতে বেড়াতে যাই । এসি, ফার্স্ট ক্লাস হলে তো কথাই নেই বেশ কিছুটা দূরত্বেও বেড়িয়ে পড়া যায় । অনেকে বাসযাত্রা পছন্দও করেন । কিন্তু, তা বলে দিল্লী থেকে সোজা লন্ডন ? হ্যাঁ, এমনই এক যুগান্তকারী অভিজ্ঞতার সাক্ষী হওয়ার সুযোগ দিচ্ছে ভারতেরই গুরগাঁওয়ের এক পর্যটন সংস্থা । কোন পথে যাবে সেই বাস মানে বাস রুটটিও ঠিক করা হয়ে গেছে ইতিমধ্যেই । এই পরিকল্পনা সফল হলে এটিই হবে বিশ্বের দীর্ঘতম বাসযাত্রা। যাত্রা শুরু হতে পারে আগামী বছরেই ।